পাবনা ক্যাডেট কলেজ

 পাবনা ক্যাডেট কলেজ এটি দেশের প্রাচীন দশটি ক্যাডেট কলেজের মধ্যে অন্যতম; যা ১৯৮১ সালের ৭ আগস্ট 'পাবনা রেসিডেন্সিয়াল মডেল কলেজ' থেকে 'ক্যাডেট কলেজ'-এ রূপান্তরিত হয়। এই কলেজটি পাবনা শহর থেকে ১০ কি.মি. দূরে পাবনা-ঢাকা মহাসড়কের পাশে অবস্থিত। আজ পর্যন্ত পাবনা ক্যাডেট কলেজ শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়াসহ অন্যান্য বিষয়ে সাফল্য বজায় রেখেছে।



এক নজরে পাবনা ক্যাডেট কলেজ

প্রাক্তন নামপাবনা আবাসিক মডেল স্কুল ও কলেজ
ধরনআধা স্বায়ত্তশাসিত বিশেষ শিক্ষা প্রতিষ্ঠান
নীতিবাক্যসাধনায় সাফল্য
প্রতিষ্ঠাকাল৭ আগস্ট ১৯৮১
বিদ্যালয় কোড১২৫৬৭০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
শিক্ষার্থী সংখ্যাপ্রায় ৩০০ ক্যাডেট
ক্যাম্পাস৩৮ একর
রঙআসমানি নীল
ডাকনামPCC
বাজেটপ্রতিরক্ষা খাতে বাংলাদেশের বার্ষিক বাজেট
ওয়েবসাইট

সূত্র: উইকি পিডিয়া


ছবি: 








মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ