পাবনা ক্যাডেট কলেজ
পাবনা ক্যাডেট কলেজ এটি দেশের প্রাচীন দশটি ক্যাডেট কলেজের মধ্যে অন্যতম; যা ১৯৮১ সালের ৭ আগস্ট 'পাবনা রেসিডেন্সিয়াল মডেল কলেজ' থেকে 'ক্যাডেট কলেজ'-এ রূপান্তরিত হয়। এই কলেজটি পাবনা শহর থেকে ১০ কি.মি. দূরে পাবনা-ঢাকা মহাসড়কের পাশে অবস্থিত। আজ পর্যন্ত পাবনা ক্যাডেট কলেজ শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়াসহ অন্যান্য বিষয়ে সাফল্য বজায় রেখেছে। এক নজরে পাবনা ক্যাডেট কলেজ প্রাক্তন নাম পাবনা আবাসিক মডেল স্কুল ও কলেজ ধরন আধা স্বায়ত্তশাসিত বিশেষ শিক্ষা প্রতিষ্ঠান নীতিবাক্য সাধনায় সাফল্য প্রতিষ্ঠাকাল ৭ আগস্ট ১৯৮১ বিদ্যালয় কোড ১২৫৬৭০ শিক্ষার্থী সংখ্যা প্রায় ৩০০ ক্যাডেট ক্যাম্পাস ৩৮ একর রঙ আসমানি নীল ডাকনাম PCC বাজেট প্রতিরক্ষা খাতে বাংলাদেশের বার্ষিক বাজেট ওয়েবসাইট pcc .army .mil .bd সূত্র: উইকি পিডিয়া ছবি: